১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪২

উপদেষ্টা মন্ডলীর পরার্মশ ছাড়া কোনো কিছুই করব না।

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন গত ৫ মে বিএফডিসিতে অনুষ্ঠিত হয়। এতে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। গতকাল ৬ মে সকালে নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। এতে মিশা সওদাগর ২৫৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওমর সানি পেয়েছেন ১৫৩ ভোট। এর আগে মিশা সওদাগর শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এবারই প্রথম সভাপতি নির্বাচিত হয়েছেন এই খল অভিনেতা।

প্রথমবার সভাপতি হিসেবে নির্বাচনে জয়ী হওয়া ও শিল্পী সমিতি নিয়ে ভবিষ্যত পরিকল্পনাসহ নানা বিষয়ে কথা বলেন মিশা সওদাগর। আলাপচারিতা পাঠকদের জন্য তুলে ধরা হলো-

সভাপতি পদে নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন।

মিশা সওদাগর : ধন্যবাদ।

এবারই প্রথম শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হলেন। এ বিষয়টা আপনার কাছে কেমন লাগছে?

মিশা সওদাগর : সব বিজয় আনন্দের। প্রতিবারই বিজয়ের আনন্দ পেয়েছি। আপনারা লক্ষ্য করেছেন এবারের নির্বাচনের আমেজটাই ছিল ভিন্ন। উৎসাহ ও উদ্দিপনার মাধ্যমে নির্বাচন শেষ হয়েছে। সকল শিল্পীদের অংশগ্রহণ ছিল এবং সবাই সবার দাবি আদায়ের জন্য ভোট দিতে এসেছিলেন। সবার দাবি ছিল, আমাদের আদর্শ ও উদ্দেশ্য। তাই আমরা আমাদের নির্বাচনের স্লোগান রেখেছি ‘নীতিগতভাবে আমরা এক’। তাই এবারের আনন্দটাই একটু ভিন্ন এবং বেশি।

নির্বাচনে যারা হেরে গেছেন তাদের প্রসঙ্গে কিছু বলুন?

মিশা সওদাগর : ওমর সানি আমার বন্ধু। ওকে নিয়ে কাজ করব। বিজয়ের পর ওমর সানিকে বলে আসছি- তুই আমার হয়ে কাজ করবি। ও আমাকে কথা দিয়েছে। ও হেরেছে তাতে কি! ও আমার বন্ধু ছিল আছে এবং থাকবে। কবরী আপু থেকে আরম্ভ করে নায়ক রাজ রাজ্জাক, মাসুদ রানা ভাইসহ আমাদের যারা অভিভাবক ছিলেন তাদের আমি পায়ে হাত দিয়ে সালাম করে এসেছি। আমরা আমাদের পুরো উপদেষ্টা মন্ডলীর পরার্মশ ছাড়া কোনো কিছুই করব না।

আপনাদের প্রতিশ্রুতিগুলোর মধ্যে কোনো কাজগুলো আগে শুরু করবেন?

মিশা সওদাগর : আমরা প্রথমে সিনিয়র শিল্পীদের সঙ্গে বসে নতুন একটি উপদেষ্টা মন্ডলী গঠন করব। তাদের পরামর্শে আমরা এক এক করে কাজ করে যাব। এ ছাড়া আপনারা জানেন নির্বাচনের আগেই আমাদের একটি উপদেষ্টা মন্ডলী রয়েছে। আমরা সিনিয়রদের পরামর্শ নিয়েই কাজ করব।

প্রকাশ :মে ১৩, ২০১৭ ১১:১১ পূর্বাহ্ণ