১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৬

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র কারখানায় ইসরাইলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে সিরিয়া সেনাবাহিনীর দুই সদস্য আহত হয়েছে। লেবাননের আকাশসীমা থেকে সিরিয়ার মাসইয়াফ এলাকা লক্ষ করে রকেট ছোঁড়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সিরিয়ার বিমানবাহিনী।
ওই এলাকায় সিরিয়ার রাসায়নিক অস্ত্র উৎপাদনের একটি কারখানা রয়েছে বলে যুক্তরাষ্ট্রের একটি সংস্থা অভিযোগ করার পর এই বিমান হামলা চালানো হলো।
এর আগেও সিরিয়ায় গোপন হামলা চালিয়েছিল তারা। ইসরাইলের সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান আমস ইয়াডলিন বলেছেন, সাধারণ নাগরিকের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী রাসায়নিক অস্ত্র উৎপাদিত হচ্ছিল মাসইয়াফে। এই কারখানার রাসায়নিক অস্ত্র সিরিয়া আগেও ব্যবহার করেছিল। তাতে হাজার হাজার সিরিয়া নাগরিকের মৃত্যু ঘটেছিল।
জাতিসঙ্ঘ তদন্তকারীরা গত এপ্রিল মাসে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি এলাকায় সিরিয়ার সরকার মারাত্মক রাসায়নিক হামলা চালিয়েছিল বলে অভিযোগের পর এই হামলাটি চালানো হলো।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :সেপ্টেম্বর ৭, ২০১৭ ৮:৫৫ অপরাহ্ণ