১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪১

আফতাব উদ্দিন আহম্মেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সমবায় ব্যাংকের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি বাঞ্ছারামপুর উপজেলার মায়ারামপুর গ্রামের কৃতিসন্তান মহিউদ্দিন আহমেদ মহির পিতা আফতাব উদ্দিন আহমেদ (৯৫) আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। মরহুম আফতাব উদ্দিন ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারি সচিব, ঢাকাস্থ বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বাঞ্ছারামপুরের ধারিয়ারচর হাজী ওমর আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। মরহুম আফতাব উদ্দিন আহমেদকে আজ ঢাকার টিকাটুলী জামে মসজিদে জানাজা শেষে আজিমপুর কবস্থানে দাফন করা হয়েছে। মরহুমের মৃত্যুতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :সেপ্টেম্বর ৭, ২০১৭ ৮:২২ অপরাহ্ণ