১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৩

মিয়ানমারের ওপর কার্যকর চাপ প্রয়োগের দাবি সুজনের

নিজস্ব প্রতিবেদক:

রোহিঙ্গা সমস্যার স্থায়ী সামধানের জন্য মিয়ানমার সরকারের ওপর কার্যকর চাপ প্রয়োগে জাতিসংঘসহ আর্ন্তজাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) নেতৃবৃন্দ।বাংলাদেশ সরকার সীমান্তে যৌথ অভিযান পরিচালনার যে প্রস্তাব দিয়েছে তা প্রত্যাহারের দাবি জানিয়ে রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর অবিলম্বে গণহত্যা ও নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘রোহিঙ্গা সমস্যা : একটি মানবিক ইস্যু’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সুজন নেতৃবৃন্দ এ আহ্বান জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সি আর আবরার এ দাবিগুলো তুলে ধরেন।

এসময় অবিলম্বে গণহত্যা ও নির্যাতন বন্ধে মিয়ানমার সরকারের ওপর কার্যকর চাপ প্রয়োগে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়।

আগামী ১১ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠেয় জাতিসংঘ মানবাধিকার পরিষদের বৈঠকে রোহিঙ্গা সমস্যাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনার জন্য চাপ সৃষ্টি করার দাবি জানানো হয়। একইসাথে প্রতিবেশী ও অন্যান্য বন্ধু রাষ্ট্রদেরকে এ সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে উদ্যোগ নেয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে অভিযুক্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচারের ব্যবস্থা এবং রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দেয়ার জন্য কূটনৈতিক তৎপরতা জোরদারের দাবি জানানো হয়। এছাড়া মিয়ানমারের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপের দাবি সংশ্লিষ্ট মহলে উত্থাপনের আহ্বান জানানো হয়।

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে গঠিত ‘রাখাইন রাজ্য আন্তর্জাতিক বিষয়ক পরামর্শক কমিশন’-এর প্রতিবেদনে উল্লেখিত সুপারিশসমূহ অবিলম্বে বাস্তবায়নে মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগের উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান জানায় সুজন।

সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, এটি কোনো রাজনৈতিক বা দলীয় বিষয় নয়, এটি একটি মানবিক বিপর্যয়। মানুষ হিসেবে আমরা চুপ থাকতে পারি না। আমরা এ সমস্যার স্থায়ী ও টেকসই সমাধান চাই।

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়টি বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে উল্লেখ করে সৈয়দ আবুল মকসুদ বলেন, আমরা ভুক্তভোগী প্রায় পাঁচ-ছয় লাখ মানুষকে আশ্রয় দিয়েছি। এটি মানবিক দিক, কিন্তু এ সমস্যার স্থায়ী সমাধান করতে পারে বাংলাদেশ ও মিয়ানমার সরকার। এব্যাপারে প্রতিবেশি রাষ্ট্রসমূহকেও এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, আমাদের পররাষ্ট্রনীতি পর্যালোচনা জরুরি। আমরা অন্যান্য দেশের চেয়ে দুর্বল নই। উপযুক্ত জবাব দেয়ার মতো শক্তি আমরা রাখি তা আজ সবাইকে জানাতে হবে।

সংবাদ সম্মেলনে সুজনের সহসম্পাদক জাকির হোসেন, কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :সেপ্টেম্বর ৭, ২০১৭ ৮:১২ অপরাহ্ণ