১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০২

রোহিঙ্গা ইস্যুতে সরকার জোরালো অবস্থান নিতে পারছে না : রিজভী

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে অন্যান্য মুসলিম রাষ্ট্রের মতো বাংলাদেশ সরকার জোরালো অবস্থান নিতে পারছে না।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী বলছেন তিনি নাকি রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন। অথচ বাস্তবে আমরা দেখতে পাচ্ছি সরকারের কার্যকর উদ্যোগ নেই। নেই কূটনৈতিক তৎপরতা। শুধু দায়সারাভাবে রাষ্ট্রদূতকে ডেকে কিছু কথা বলে ছেড়ে দেয়া হচ্ছে। কারণ, বর্তমান ক্ষমতাসীন সরকার গণবিরোধী। জনগণের রায়ে নির্বাচিত নয়। জনগণের ভোটে যদি নির্বাচিত সরকার হতো তাহলে রোহিঙ্গাদের প্রতি সহানুভুতিশীল হতো। আশ্রয়ের পরিবর্তে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকতো না।

তিনি সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে বলেন, যে দায়িত্ব পালন করার কথা সরকার তা করছে না। কারণ বর্তমান জনগণের সরকার নয়। এটি অবৈধ সরকার।

টেকনাফের নাফ নদীর তীরে রোহিঙ্গা মুসলমানদের আর্তচিৎকারে নতুন কারবালা তৈরি হয়েছে। নাফ নদীর তীরে রোহিঙ্গা নারী শিশুরা এক মুঠো খাবারের জন্য হাহাকার করছে। কিন্তু সরকার কোন সহযোগিতা করছে না।

এসময় অবিলম্বে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ বন্ধের দাবিসহ তাদেরকে বাংলাদেশে আশ্রয় ও সহযোগিতা দিতে সরকারের প্রতি আহ্বান জানান রিজভী।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :সেপ্টেম্বর ৭, ২০১৭ ৮:০৮ অপরাহ্ণ