২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৮

সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় মন্দির ভাংচুর

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরার আশাশুনিতে ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে ৫টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এসময় ছাত্রলীগের হামলায় মন্দির কমিটির সভাপতিসহ পাঁচজন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, মন্দির কমিটির সভাপতি উজ্জ্বল ঘোষ, পলাশ ঘোষ, বাবু লাল ঘোষ, কালিপদ ঘোষ, সুমন ঘোষ ও সুকুমার ঘোষ। এ ঘটনায় পুলিশ শাহরিয়ার ও চঞ্চল নামের দুই যবুককে আটক করেছে।

বুধবার গভীর রাতে আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী শংকর ঘোষ জানান, স্থানীয় গোলযোগকে কেন্দ্র করে জেলা পরিষেদের ১৩ নং ওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেনের নেতৃত্বে তার বাহিনী রাত সাড়ে ১২ টার দিকে ঘুমান্ত মানুষের উপর হামলা চালায়। এতে নারী পুরুষসহ কমপক্ষে ৬ জন আহত হয়। সন্ত্রাসী বাহিনীরা চলে যাওয়ার সময় কচুয় সার্বজনীন দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুর করে চলে যায়। মন্দিরের ভাঙচুরকৃত মূর্তিগুলোর মধ্যে বিষ্ণু, ব্রম্মা দূর্গা, কার্তিকসহ ৫টি মূর্তি রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আঙ্গুর হোসেন জানান, আমি সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি কয়েকটি প্রতিমা ভাঙচুর ও কয়েকজন আহত হয়েছেন। জেলা পরিষদের সদস্য দেলোয়ার ও তার বাহিনী এ কাজ করেছে বলে তিনি জানতে পেরেছেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন জানান, ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে মন্দির কমিটির সভাপতি উজ্জ্বল ঘোষ ও কচুয়া গ্রামের আশরাফুল ইসলাম শুভর সঙ্গে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার গভীর রাতে শুভ তার বাহিনী নিয়ে উজ্জ্বলের ওপর হামলা চালায়। তাকে রক্ষায় অন্যরা এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। হামলা শেষে ফিরে যাওয়ার সময় সন্ত্রাসীরা মন্দিরে ঢুকে বিষ্ণু, ব্রম্মা, দূর্গা ও কার্তিকের মূর্তি ভাংচুর করে।
এ ঘটনায় পুলিশ সকালে শুভর সহযোগী চঞ্চল ও শাহরিয়ারকে আটক করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :সেপ্টেম্বর ৭, ২০১৭ ৯:১৮ অপরাহ্ণ