১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৩

কালকিনিতে শশুড় বাড়ি হামলা চালিয়ে শাশুড়ির হাত ভেঙ্গে দিয়েছে জামাতা

কালকিনি প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার চরফতে গ্রামে গত বুধবার সন্ধ্যায় শশুড় বাড়ির লোকজনের ওপর ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে দেশীয় অস্ত্রে সর্জ্জ্বিত হয়ে হামলা চালিয়েছে জামাতা শহিদুল সরদার। এসময় বাড়িঘর ভাঙচুর সহ পিটিয়ে শাশুড়ি হালিমন বেগম(৭০)’র হাত ভাঙ্গা সহ স্ত্রীর ভাই রেজাউল আকন(৪৫), লাইজু বেগম(৪০), সাব্বির(১৮), রফিকুল আকন(২২), আজহার আকন(৫০)সহ ৬জনকে পিটিয়ে আহত করা হয়। হামলাকারীরা ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। খবরপেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শশুড় বাড়ি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত নিয়ে জামাতা একই গ্রামের ইচাহাক সরদারের ছেলে শহিদুল সরদার প্রথমে ঝগড়া বাধিয়ে দেয় এবং পরে লোকজন নিয়ে হামলা চালায়। এতে আহতরা চিকিৎসার জন্য হাসপাতালে আসতে চাইলে সেখানেও লেকজন নিয়ে বাঁধা প্রদর্শন করা হয়। পরে খবর পেয়ে কালকিনি থানার এস আই জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

 

প্রকাশ :সেপ্টেম্বর ৭, ২০১৭ ৩:৩৮ অপরাহ্ণ