১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৪

সাগরে আরো ৬ রোহিঙ্গার লাশ

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের নাফ নদীতে ভাসমান অবস্থায় নারী ও শিশুসহ আরো ৬ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে তিনজন, সাবরাং থেকে দু’জন ও নোয়াখালীপাড়া থেকে একজনের লাশ উদ্ধার করা হয়।

মিয়ানমারের রাখাইনে চলমান হত্যা-নির্যাতনের হাত থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসার পথে সাগরে নৌকাডুবিতে তারা মারা গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। গত কয়েকদিন নৌকাডুবির ঘটনায় মোট ৭১ রোহিঙ্গার লাশ সাগরে ভেসে ওঠে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দিন খান জানান, নাফ নদীর বিভিন্ন পয়েন্টে লাশগুলো পড়ে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

গত ২৪ অগাস্ট মধ্যরাতে রোহিঙ্গা যোদ্ধারা অন্তত ২৫টি পুলিশ স্টেশনে হামলা ও একটি সেনাঘাঁটিতে প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষ হয়। এরপর থেকে সেনাবাহিনী সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। রোহিঙ্গাদের ঘর-বাড়িতে আগুন দেওয়া হয়, গুলি করে মেরে ফেলা হয় রোহিঙ্গাদের। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেলে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে চলে আসে। মিয়ানমারে নতুন করে সংহিস পরিস্থিতি সৃষ্টির পর থেকে এ পর্যন্ত নৌকাডুবি ও গুলিবিদ্ধ হয়ে ৭১ রোহিঙ্গার লাশ সাগরে ভেসে ওঠে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৭, ২০১৭ ৩:২৭ অপরাহ্ণ