১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩২

রোহিঙ্গা সংকট ১৮ মাসে সমাধান সম্ভব নয়: সু চি

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি একদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো রাখাইনের বিপন্ন রোহিঙ্গা সম্প্রদায় নিয়ে মন্তব্য করলেন। তিনি বুধবার ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে রোহিঙ্গা সংকটের জন্য মিথ্যে প্রচারণাকে দুষলেও বৃহস্পতিবার একে ‘সব থেকে বড় চ্যালেঞ্জ’ আখ্যা দিয়েছেন। তিনি ডি-ফ্যাক্টো সরকারের ক্ষমতাগ্রহণের দেড় বছরকে ইঙ্গিত করে বলেছেন, ১৮ মাসে এই সংকটের সমাধান সম্ভব না। সু চি আরও বলেন, মাত্র ১৮ মাসেই এই সমস্যার সমাধান হয়ে যাবে ভাবাটা যৌক্তিক না। কারণ উপনিবেশ-পূর্ববর্তী সময় থেকেই কয়েক যুগ ধরে এই সংকট চলে আসছে। তিনি ভারতে রোহিঙ্গাদের থাকা- না থাকার বিষয়ে বলেন, এটা আসলে তাদের ব্যাপার যে তারা কিভাবে সন্ত্রাসী ও সাধারণ মানুষদের আলাদা করবে। তিনি  ভারত এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করে বলেন, আমাদের দায়িত্ব হলো আমাদের নাগরিকদের দেখভাল করা। আমাদের খুব বেশি সম্পদ নেই। এর মাঝেই আমাদের সব ব্যবস্থা করতে হয়। আমরা আইন অনুযায়ী সবাইকে সুরক্ষা দিতে বদ্ধ পরিকর।

এর আগে বুধবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সু চির সঙ্গে দেখা করেছেন। এসময় দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা করেন। ভারতও রোহিঙ্গা ইস্যু নিয়ে উদ্বিগ্ন। প্রায় ৪০ হাজার রোহিঙ্গা অবৈধভাবে বসবাস করছে। ভারত তাদের সবাইকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৭, ২০১৭ ২:৫৩ অপরাহ্ণ