১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩১

ফ্যাশন ও প্রয়োজনে সানগ্লাস

লাইফ স্টাইল ডেস্ক:

সানগ্লাস যতোটা না ফ্যাশনে ব্যবহার হয়, তারচেয়ে বেশি ব্যবহার হয় প্রয়োজনে। রোদ, ধুলোবালি ইত্যাদি থেকে চোখদুটিকে বাঁচাতে সানগ্লাসের বিকল্প নেই। সূর্যের অতি বেগুনি রশ্মি আমাদের চোখের কর্নিয়ার ও রেটিনার ক্ষতি করে। সানগ্লাস এই অতি বেগুনি রশ্মিকে শুধু আমাদের চোখ আসতে বাধা প্রদানই করে না বরং তা প্রতিহত করে। আজকাল সানগ্লাস ব্যবহার করছেন সব বয়সী নর-নারীরা। সানগ্লাস এখন আর কালো আর বাদামির মধ্যে সীমাবদ্ধ নেই।

বাজারে বিভিন্ন রঙের ও শেপের সানগ্লাস পাওয়া যায়। আজকাল পার্পেল, নীল, সাদা, ওয়াটার, কমলা রঙের সানগ্লাস বেশ প্রাধান্য পাচ্ছে। সানগ্লাসের রঙের ভিন্নতার সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন রঙের বর্ডারযুক্ত সানগ্লাস।

প্রকাশ :সেপ্টেম্বর ৭, ২০১৭ ১২:৫৯ অপরাহ্ণ