নিজস্ব প্রতিবেদক:
আমরা নেটওয়ার্কস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) লটারির ড্র আজ ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে ।এদিন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল ১০টায় এ ড্র অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যপ্রযুক্তি খাতের এ কোম্পানির আইপিও শেয়ারের বিপরীতে ১৮ গুণের বেশি আবেদন জমা পড়েছে বলে জানা গেছে।
এরআগে গত ৬ থেকে ১৬ আগস্ট পর্যন্ত সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে আইপিওর অর্থ সংগ্রহ করে আমরা নেটওয়ার্কস। সংশোধিত বুক বিল্ডিং পদ্ধতির আওতায় প্রথম কোম্পানি হিসেবে বিডিংয়ের মাধ্যমে এ কোম্পানির ৬০ শতাংশ প্রাথমিক শেয়ার কেনার জন্য ৩৯ টাকা দরপ্রস্তাব করে যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। এ দরে তথ্যপ্রযুক্তি কোম্পানিটির মোট ৯০ লাখ ২৪ হাজার ৪২৩টি শেয়ার পাচ্ছেন তারা। এরপর নিয়ম অনুযায়ী ১০ শতাংশ (প্রায়) ছাড়ে ৩৫ টাকা দরে বাকি ৪০ শতাংশ বা ৬০ লাখ ২৬ হাজার ৭৮৬টি শেয়ার কেনার আবেদন করেন ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীরা।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির ৫৯৪তম কমিশন সভায় আমরা নেটওয়ার্কসকে বুক বিল্ডিং পদ্ধতির আইপিওর মাধ্যমে ৫৬ কোটি ২৫ লাখ টাকা মূলধন সংগ্রহের অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, কোম্পানিটির আইপিও-পূর্ব পরিশোধিত মূলধন ৩৮ কোটি টাকা। ২০১৬ সালের প্রথম ৬ মাসের নিরীক্ষিত প্রতিবেদনে ১ টাকা ৬৮ পয়সা ইপিএস দেখিয়েছে আমরা নেটওয়ার্কস। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৫ বছরের গড় বার্ষিক আয় (ইপিএস) ২ টাকা ৫২ পয়সা। ২০১৬ সালের ৩০ জুন এনএভিপিএস দাঁড়ায় ২৩ টাকা ৬৬ পয়সা।
আইপিওর মাধ্যমে উত্তোলিত টাকা দিয়ে কোম্পানির বিএমআরই (আধুনিকায়ন), ডাটা সেন্টার প্রতিষ্ঠা, দেশের বিভিন্ন স্থানে ওয়াই-ফাই হট স্পট প্রতিষ্ঠা করা, আইপিওর কাজ ও ঋণ পরিশোধ করা হবে।
কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে লংকা বাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড। আর রেজিস্ট্রার টু দ্য ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
দৈনিক দেশজনতা/এন এইচ