২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৫৩

বাংলাদেশ-ভিয়েতনামের আলোচনা বাণিজ্য বাড়াতে

দৈনিক দেশজনতা ডেস্ক:

বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়ানোসহ দু’দেশের মধ্যে বিনিয়োগ সম্পসারণ করতে আলোচনা করেছে ভিয়েতনাম। বুধবার ভিয়েতনাম দূতাবাসে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিনের সঙ্গে আলোচনা করেন বাংলাদেশে ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভান খোয়া। বৈঠকে বাংলাদেশ-ভিয়েতনামের মধ্যে দ্বি-পাক্ষিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এছাড়াও তারা দু’দেশের মধ্যে বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও বিস্তারিত আলোচনা করেন। ঢাকায় ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভান খোয়া বলেন, নানা ক্ষেত্রে ব্যবসা-বাণিজ্য প্রসারের প্রচুর সম্ভাবনা থাকলেও দ্বি-পক্ষীয় বাণিজ্য সন্তোষজনক হয়নি। তাই বাণিজ্য বাড়াতে দু’দেশের উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রদূত।

এ সময় এফবিসিসিআইয়ের সভাপতি ভিয়েতনামে বাংলাদেশের ব্যবসায়ীদের ভিসা জটিলতা নিরসনে রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

প্রকাশ :সেপ্টেম্বর ৭, ২০১৭ ১২:৪৭ অপরাহ্ণ