১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৮

লক্ষ্মীপুরে অস্ত্রসহ ২ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুর সদরে অস্ত্রসহ ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। উপজেলার হমাছাদী এলাকা থেকে বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়। আটকরা হলেন—হামছাদী ইউনিয়নের পূর্ব হাসুন্দী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আজম হোসেন পারভেজ (২২) ও আবুল হাশেমের ছেলে মো. সুমন (২৫)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৭, ২০১৭ ১২:২৯ অপরাহ্ণ