১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৩

রোহিঙ্গাবাহী আরও দুই নৌকাডুবি: ১০ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফের সমুদ্র উপকূলে রোহিঙ্গাবাহী আরও দুটি নৌকা ডুবেছে। উদ্ধার করা হয়েছে ১০ জন রোহিঙ্গার লাশ। বৃহস্পতিবার ভোররাত ৪টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে রোহিঙ্গাবাহী দুটি নৌকা ডুবে যায়।
আজকের আগে মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার ভোর পর্যন্ত রোহিঙ্গাবাহী ১১টি নৌকা নাফ নদী ও সাগরে ডুবে যায়। পুলিশ জানায়, নৌকাডুবির ঘটনায় আজ টেকনাফের বিভিন্ন উপকূল থেকে মোট ১০ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া উপকূল থেকে অসুস্থ অবস্থায় এক রোহিঙ্গাকে আজ উদ্ধার করা হয়। পরে তার মৃত্যু হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৭, ২০১৭ ১২:৩৬ অপরাহ্ণ