২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:৩৪

ব্রিটেন বেক্সিটের পর অদক্ষদের বাদ দেবে

আন্তর্জাতিক ডেস্ক:

ব্রেক্সিটের পর ব্রিটেন শুধুমাত্র দক্ষ অভিবাসীদের দেশে প্রবেশ ও বসবাসের সুযোগ দেবে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়, নিম্ন আয়ের এবং কম দক্ষ শ্রমিকদের বাদ দেয়ার জন্য থেরেসা সরকার যে পরিকল্পনা করেছে তা ফাঁস হয়ে গেছে। স্বরাষ্ট্র দপ্তরের ওই নথির বরাত দিয়ে অপর সংবাদমাধ্যম দি গার্ডিয়ান জানায়, যারা নিম্ন আয়ের এবং কম দক্ষ তারা দেশটিতে বসবাসের সুযোগ পাবেন না। আগামী ২০১৯ সালের মার্চে বেক্সিট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সেসব অভিবাসীদের কপাল পুড়বে। দি গার্ডিয়ানের বরাত দিয়ে বিবিসি জানায় ব্রিটেনের অর্থনীতি চাঙ্গা রাখতে এই ধরনের আরো বেশ কিছু চ্যালেঞ্জিং পদক্ষেপ নেয়া হবে।

ব্রিটেন ইউভুক্ত দেশ থেকে পরবর্তীতে যারা নিচের লেভেলের ইমিগ্রেশন নিয়ে আসতে চাইবে তাদের আবেদনও প্রত্যাখ্যান করবে। এমনকি তাদের পোষ্যদেরও ব্রিটেনে আসার আবেদন প্রত্যাখ্যান করা হবে। সেসময় থেকে শুধুমাত্র দক্ষ শ্রমিকদের সেদেশে আসার জন্য উৎসাহিত করা হবে। যারা ইউরোপ থেকে আসবে, তাদের কাজের কমপক্ষে ১২ মাসের ভিসা থাকতে হবে। ফলে তাদের পাসপোর্টও থাকতে হবে। বিবিসি জানিয়েছে অবশ্য প্রস্তাবের ওই নথিতে যুক্তরাজ্যের কোনো মন্ত্রীর স্বাক্ষর ছিল না। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে নাম প্রকাশ না করার শর্তে সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ব্রেক্সিট প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই দেশের অর্থনীতি চাঙ্গা রাখার জন্য নানা প্রস্তাব গ্রহণ করতে থাকেন থেরেসা মে সরকার। এর মধ্যে অভিবাসন প্রক্রিয়া কিভাবে আরও উন্নত করা যায় সেটিও ছিল। ফাঁস হওয়া নথিটি তেমনই কোনো প্রস্তাব ছিল। অবশ্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়ে দিয়েছে, ব্রেক্সিটের পর অর্থনৈতিক কারণেই ব্রিটেন দক্ষ শ্রমিকদের সেদেশে কাজ করার জন্য আহ্বান জানাবে। যাতে তারা বোঝা না হয়ে ব্রিটেনের সমাজ এবং অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৬, ২০১৭ ৩:১৭ অপরাহ্ণ