১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩২

মানিকগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি:  

মানিকগঞ্জের সিংগাইরে আহত গৃহবধূ পারুল বেগমের (৫০) মৃত্যু হয়েছে। বুধবার ভোরে সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পারুল বেগম সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের বাহাদিয়া গ্রামের সাইদুর রহমানের স্ত্রী। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেশি জাহিদের ছাগল পারুল বেগমের শিম গাছ নষ্ট করে। এ নিয়ে পারুল বেগমের সঙ্গে জাহিদের পরিবারের লোকজনের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে জাহিদের লোকেরা পারুলকে কুপিয়ে জখম করে। এসময় তাকে উদ্ধার করে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৬, ২০১৭ ৩:০১ অপরাহ্ণ