১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২২

রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে আহ্বান সুপ্রিম কোর্ট আইনজীবীদের

নিজস্ব প্রতিবেদক:

মিয়ানমারে দেশটির সেনাবাহিনী ও বৌদ্ধ সম্প্রদায়ের দ্বারা হত্যা ও নির্যাতনের শিকার হয়ে সেসব রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। অসহায়, ক্ষুধার্ত ও অসুস্থ রোহিঙ্গাদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিনিয়র আইনজীবীরা।

একইসঙ্গে মিয়ানমার সরকারের প্রতি নারকীয় হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানায় সংগঠনটি। আরাকান ইস্যু সমাধানে জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা ও বিশ্ববাসীকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন আইনজীবী নেতারা।

বুধবার দুপুরে রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতন বন্ধের দাবিতে সুপ্রিম কোর্ট আইনজীবী ভবনের অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন।

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্যাতন ও গুলির মুখে প্রাণ নিয়ে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গাদের আশ্রয়দানের জন্য বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে জয়নুল আবেদীন বলেন, ‘রোহিঙ্গা ইস্যু সমাধানের জন্য বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা আরও বাড়ানোর জন্য সরকারের নিকট আহ্বান জানাচ্ছি। সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মনে করে, জাতিসংঘের ইউনিভার্সেল ডিকলেয়ারেশ অব হিউম্যান রাইটস-১৯৪৮ এবং ইন্টারন্যাশনাল ডিকলেয়ারেশন অব হিউম্যান রাইটস-১৯৪৮ অনুযায়ী বাংলাদেশ একটি সদস্য দেশ। আরাকানদের হত্যাযজ্ঞ, লণ্ঠন, ধর্ষণ এবং মানবতার প্রতি যে নিষ্ঠুরতা চলছে এ অবস্থায় বাংলাদেশ সদস্য দেশ হিসেবে জাতিসংঘের মাধ্যমে চাপ প্রয়োগ অব্যাহত রাখবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও আইনজীবী নিতাই রায় চৌধুরী, সানাউল্লাহ মিয়া, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতি ওজিউল্লাহ, রফিকুল ইসলাম হিরু, ব্যারিস্টার শফিকুল ইসলাম, ব্যারিস্টার আমীরুল হক ও অ্যাডভোকেট তাহসীন আলী। সঞ্চালনা করেন আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দীন খোকন।

মাহবুব উদ্দীন খোকন বলেন, ‘পত্রিকা পড়লেই রোহিঙ্গাদের নৃসংশ ঘটনা চোখে পড়ছে। মধ্যযুগের চেয়ে ভয়াবহ অবস্থা। জীবিত মানুষকে আগুনে পুড়িয়ে, ছুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। মহিলাদের উলঙ্গ করা হচ্ছে। একটি গোষ্ঠীকে তারা নির্মল করতে চায়। আমরা অনেক জাতি নিয়ে বসবাস করি। আমাদের দেশে বৌদ্ধ, হিন্দুসহ অনেক নৃগোষ্ঠী আছে। সবাইকে নিয়ে আমরা বসবাস করি।’

আইনজীবী নেতা বলেন, ‘একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের থাকতে দিয়ে নানাভাবে সহযোগিতা করেছে। রোহিঙ্গাদের বিষয়ে আমাদের সবার উচিত ঐক্যবদ্ধ হওয়া।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৬, ২০১৭ ২:৫৩ অপরাহ্ণ