১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৩

কলকাতায় ভবন ধসে বৃদ্ধ নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের কলকাতার বুরাবাজার নামক এলাকায় একটি চারতলা ভবন ধসে ৯৪ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে কলকাতার ব্যস্ততম শিবতলা স্ট্রিটের ভবনটি ধসে পড়ে। এতে আরও দু’জন আহত হয়েছেন। তাদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর: ইন্ডিয়ান এক্সপ্রেসের। নিহতের নাম তারাপ্রসন্ন সাহা। আহতরা হলেন- তার স্ত্রী শুভরাণী সাহা (৭০) ও কন্যা বিউটি সাহা (৫২)। চারতলা ভবনটির নিচতলাতে ভাড়া থাকতেন সাহা পরিবার। এই পুরনো ভবনটিতে সাহা পরিবারই ছিলেন একমাত্র ভাড়াটে। কলকাতা নগর কর্তৃপক্ষ বলছে, নগর কর্মীরা দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ও জরুরি সাহায্য সরবরাহ করছে। সাহা পরিবারের বাইরে ধ্বংসস্তূপ থেকে আরও দু’জনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। তবে তারা আশঙ্কামুক্ত। এর আগে গত সপ্তাহে প্রবল বৃষ্টিপাতের পর মুম্বাইয়ে একটি ছয়তলা ভবন ধসে কয়েকডজন মানুষ মারা যায়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৫, ২০১৭ ৬:২১ অপরাহ্ণ