২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:২৮

কিমের ওপর অবরোধ বিশ্বে বিপর্যয় ডেকে আনবে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, উত্তর কোরিয়ার ওপর কঠোর অবরোধ আরোপ অবিবেচকের কাজ হবে এবং এটি বিশ্বে বিপর্যয় ডেকে আনবে। মঙ্গলবার তিনি চীনে আয়োজিত ব্রিকস সম্মেলনে বক্তৃতাকালে একথা বলেন। পুতিন আরও বলেন, ‘উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দেশটির ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ পিয়ংইয়ংয়ের নেতৃত্বে কোনো পরিবর্তন আনবে না বরং বিশ্বে বড় আকারের মানবিক বিপর্যয় নিয়ে আসবে।’ খবর: রয়টার্সের।

ব্রিকস সম্মেলনে পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে সামরিক উস্কানি দেওয়ার ঘটনায় বৈশ্বিক বিপর্যয় নেমে আসতে পারে বলেও সতর্ক করে দেন। এর আগে ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রবন্ধেও পুতিন বলেছিলেন, ‘ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্র পিয়ংইয়ংয়ের ওপর যে চাপ প্রয়োগ করছে, তা ভুল নীতি।’ গত শুক্রবার প্রকাশিত সেই প্রবন্ধে পুতিন সংকট নিরসনে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার ওপর জোর দেন। তিনি লেখেন, আঞ্চলিক এ সংকট নিরসনে সব পক্ষের মধ্যে সরাসরি সংলাপ জরুরি এবং আলোচনায় কোনো ধরনের শর্ত আরোপ না করাই উত্তম। পুতিনের ভাষ্যে, উস্কানি, চাপ প্রয়োগ ও আক্রমণাত্মক কথাবার্তা পরিস্থিতিকে কখনও ভালো কোথাও নিয়ে যেতে পারে না। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন মনে করেন মস্কো ও বেইজিংয়ের প্রস্তাবিত রোডম্যাপ অনুযায়ী উত্তর কোরিয়ার চলমান ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে হলে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার বড় আকারের যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৫, ২০১৭ ৬:২৯ অপরাহ্ণ