১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৯

পিরোজপুরের মাছ ধরার জাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাছ ধরার জাল থেকে অজ্ঞাত পরিচয়ের (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টা দিকে উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামের বলেশ্বর নদী তীরবর্তী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সোমবার বিকালে খালের স্লুইচ গেইটে সামনে পেতে রাখা শাহজাহান খানের জালে একটি মরদেহ আটকে ভেসে থাকতে দেখেন জেলেরা। পরে বিষয়টি তারা ইউপি চেয়ারম্যান নাসির হাওলাদারকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর দেন। সন্ধ্যায় পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয় চৌকিদার শংকর হালদার বলেন, লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক ওসি,তদন্ত মাজহারুল আমিন জানান, দুর্বৃত্তরা হত্যা পর লাশটি নদীতে ফেলে দিয়ে থাকতে পারে। এখন পর্যন্ত লাশের কোন পরিচয় মেলেনি। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশের ময়নাতদন্তের জন্য মঙ্গলবার পিরোজপুর মর্গে পাঠানো হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৫, ২০১৭ ৯:২৯ পূর্বাহ্ণ