১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪২

টাঙ্গাইলে জঙ্গি আস্তানা থেকে আটক ২

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা মসিন্দা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই জঙ্গিকে আটক করেছে র‌্যাব। তারা হলেন, ওই বাড়ির মালিক আবুল হোসেন চিশতির দুই ছেলে মাছুম (৩০) ও খোকন (২৫)। মঙ্গলবার ভোররাত তিনটার দিকে র‌্যাব-১২ এর সদস্যরা তাদের আটক করেন। এসময় ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ জঙ্গি কাজে ব্যবহৃত বিস্ফোরক, জিহাদী বই ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর আগে রাতে ওই বাড়িটি ঘিরে ফেলে র‌্যাব। এখনো সেখানে অভিযান চলছে। আটককৃতরা জেএমবি’র সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব-১২ এর অধিনায়ক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানান, সোমবার বিকেলে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদস্যরা রাত ১১টা থেকে ওই বাড়িটি ঘিরে রাখে। পরে আমরা নিশ্চিত হই ওই বাসায় বেশ কয়েকজন জঙ্গি অবস্থান করছেন। এর প্রেক্ষিতে ওই বাড়িটিতে অভিযান পরিচালনা করে দুই সহোদরকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকার মিরপুরের জঙ্গি আস্তানায় র‌্যাব অভিযান চালায়।

তিনি আরো জানান, ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা রওনা হয়েছে। তারা ঘটনাস্থলে আসার পরে অভিযান সমাপ্ত ঘোষণা করা হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৫, ২০১৭ ৯:২৩ পূর্বাহ্ণ