২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৫১

শাকিবের ‘অহংকারে’ হাউজফুল নীলফামারীর ‘মমতাজ মহল’ হল !

 
নীলফামারী প্রতিনিধি:

ঈদের ছুটিতে অফিস-আদালত ফাঁকা হলেও ফাঁকা নেই নীলফামারীর বিনোদন কেন্দ্রগুলো। ঈদের অবসরে বাড়তি আনন্দ পাওয়ার আশায় নীলফামারীর মানুষ পরিবারের সদস্য ও প্রিয়জনদের নিয়ে ছুটেছেন সিনেমা হলে। প্রিয় তারকাদের অভিনীত মুক্তি পাওয়া সিনেমা তাদের ঈদ উৎসবে যোগ করেছে বাড়তি আনন্দের মাত্রা। সর্বোপরি জেলা শহরের একমাত্র সিনেমা হল হওয়াতে দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এখন শহরের স্টাফ কোয়ার্টার সংলগ্ন ‘মমতাজ মহল’ সিনেমা হল। দর্শক শূন্যতায় মন্দাভাবের কারণে বন্ধ থাকা সিনেমা হলটি দীর্ঘদিন পর আবারো পুরোদমে চালু হয়েছে। দেশের বৃহৎ সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এসেছে মালিকানায়। শনিবার (২ সেপ্টেম্বর) থেকে নতুন ভাবে শাকিব খান-বুবলী অভিনীত ‘অহংকার’ ছবি মুক্তির মাধ্যমে চালু হয়েছে এটি।

রোববার (৩ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, সব বয়সী নারী-পুরুষ নির্মল বিনোদন পেতে ছুটেছেন নীলফামারীর ঐতিহ্যবাহী ‘মমতাজ’ সিনেমা হলে। তাদের হৃদয়ে ঝংকার তুলেছে এই ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান ও শবনম বুবলীর ‘অহংকার’ সিনেমা। আর কাঙ্ক্ষিত দর্শক পাওয়ায় সিনেমাহলটিতে কেটেছে দর্শক খরা, এমনটি জানিয়েছেন ‘মমতাজ’ সিনেমা হল সংশ্লিষ্টরা।

ঈদের দিন শনিবার (২ সেপ্টেম্বর) ছাড়াও রোববার (৩ সেপ্টেম্বর) নীলফামারীর ঐতিহ্যবাহী ‘মমতাজ’ সিনেমাহলে সকাল থেকে রাত পর্যন্ত ৩টি শো’ই ছিল দর্শকদের পদভারে মুখর। আর ঈদের ছুটির বাকি দিনগুলোতেও হলে লোক সমাগম আরো বাড়বে বলে জানিয়েছেন হল কর্তৃপক্ষ। দেখা গেছে দর্শকদের উপচেপড়া ভিড়। ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকেট হাতে পেয়ে আনন্দের কোনো কমতি ছিল না দর্শকদের।

ঈদের পরদিন রোববার সকালে বন্ধু-বান্ধবকে নিয়ে সিনেমা দেখতে এসেছেন নীলফামারী সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আরাফাত ইসলাম। সিনেমা হলে ঢোকার সময়ই আলাপ হয় এ তরুণের সঙ্গে।

স্মিত হেসে স্মার্ট এ তরুণ বলেন, বাইরে বৃষ্টি। ঘুরে বেড়ানোর মতো অবস্থা নেই। তাই হঠাৎ করেই সবাইকে নিয়ে বিনোদন নিতেই সিনেমা হলে এসেছি। তিনি বলেন, ঈদে সিনেমা না দেখলে আনন্দটাই অপূর্ণ থেকে যায়। ঈদ আনন্দটা উপভোগ করছি।

সিনেমা হলে দর্শকদের গমগমে উপস্থিতিতে হলের চেকিং ম্যান ইসমাইল হোসেনের (৪৫) মনেও আনন্দ। জিজ্ঞাসা করতেই এক দমে বলেন, হল বন্ধের পূর্ব থেকে খোলার পর কোন ঈদেই আজকের মত ব্যবসাই হয় নাই। অন্যান্য সময় মানুষ ও হলে অাসতে চায় না। কিন্তু ঈদের দিন (শনিবার) ও আজ (রোববার) সব শোই হাউজফুল। প্রতিটি শোতেই রয়েছে দর্শকদের উপচেপড়া ভিড়। তবে বিকেল সাড়ে ৩টা ও সাড়ে ৬টার শো দুটিতে চাপ বেশি বলে জানা গেছে।

নীলফামারীর ‘মমতাজ’ সিনেমা হলের টিকিট মাস্টার রাজু সরকার (২৫) টিকিট বিক্রি করতে ভীষণ ব্যস্ত। কথা বলার কোন ফুরসত নেই যেন তার। এক বাক্যে বললেন, ‘দর্শকরা আবারো হলমুখী হয়েছে। গত দু’দিন ধরে ভাল টিকিট বিক্রি হচ্ছে। আমরা খুশি।

হল কর্তৃপক্ষ জানান, আমাদের এখানে দর্শকদের খুব চাপ। ঈদের ছুটির দিনগুলোতে এমন চাপ থাকবে বলেও আশা করেন তিনি।

স্বপরিবারে সিনেমা উপভোগের দৃশ্য সচরাচর বেশি দেখা না গেলেও ঈদের এই সময়টাই হলগুলোতে দেখা যায় পরিবার নিয়ে বাণিজ্যিক ধারার চলচ্চিত্র উপভোগের দৃশ্য। বছরের এই সময়টাতেই সন্তুষ্ট থাকেন হল মালিকরাও। এবং দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন উদ্যোগে হল চালুর সাথে সাথে দর্শকদের এমন অকল্পনীয় সাড়াতে আবার আশায় বুক বাঁধছেন মমতাজ সিনেমা হল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, প্রতিদিন চারটি করে শো চলবে মমতাজ মহল হলে। সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৫টা এবং রাত ৮টায় শোগুলো চলবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৩, ২০১৭ ৭:১২ অপরাহ্ণ