নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে খুনের পর লাশ ড্রামে ভরে সিমেন্টের ঢালাই দেওয়ার ঘটনার প্রধান আসামি অমিত মুহুরীকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সেখানে একটি মাদক নিরাময় কেন্দ্রে লুকিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার বন্দর জোনের সহকারী কমিশনার আসিফ মহিউদ্দিন জানিয়েছেন, বেশ পাল্টে কুমিল্লায় আদর নামক একটি মাদক নিরাময় কেন্দ্রে লুকিয়ে ছিলেন অমিত মুহুরী। গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রাম আনা হয়েছে।
গত ১৩ আগস্ট নগরীর কোতোয়ালি থানাধীন এনায়েত বাজার রানীর দিঘী থেকে ড্রাম ভর্তি একটি মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের তদন্তে জানা যায়, লাশটি রাউজানের এক যুবক ইমরানুল করিম ইমনের। তাকে খুন করে মৃতদেহটি ড্রাম ভর্তি করে তার উপরে সিমেন্ট দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছিল।
সহকারী কমিশনার আসিফ মহিউদ্দিন জানিয়েছেন, এই ঘটনায় শফি ও শিশির নামের দু’জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এরমধ্যে অমিত মুহুরীর নেতৃত্বে ইমনকে খুন করা হয় বলে শিশির তার ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলেছেন, উল্লেখ করেন আসিফ মহিউদ্দিন।
তিনি আরও জানান, নিজের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক আছে সন্দেহে অমিত তার কয়েকজন সহযোগীকে নিয়ে ইমনকে খুন করে। পরে আরও কয়েকজনের সহায়তায় লাশ ড্রাম ভর্তি করে সিমেন্ট দিয়ে ঢালাই করে পানিতে ফেলে দেওয়া হয়।
‘অমিত নিজেকে আড়াল করার জন্য বেশ-ভুষা পরিবর্তন করেছিলেন। পুলিশের অভিযান থেকে নিজকে আড়াল করতে সে মাদকাসক্ত হিসেবে সেখানে ভর্তি হয়েছিলেন। তবে তার শরীরে থাকা উল্কি ও ট্যাটুর কারণে তাকে সনাক্ত করা সম্ভব হয়েছে’, বলেন আসিফ মহিউদ্দিন।
অমিত মুহুরীর নিজকে যুবলীগকর্মী হিসেবে পরিচয় দিতো। তার নামে সিআরবির’র ডাবল মার্ডারসহ দুটি খুন ও অন্য অপরাধের মোট ১৩টি মামলা আছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্যে রিমান্ডে আনা হবেও বলেন জানান মহিউদ্দীন।
দৈনিক দেশজনতা/এন এইচ