২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৮

নিউইয়র্কে ৩ দিনব্যাপী বাংলাদেশ কনভেনশন শুরু

দৈনিক দেশজনতা ডেস্ক:

রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে মার্কিন ও জাতিসংঘ প্রশাসনে লবিং জোরদারের পাশাপাশি বাঙালি সংস্কৃতি লালন ও বিকাশে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বানে নিউইয়র্কে ১ সেপ্টেম্বর শুক্রবার শুরু হল ৩দিনব্যাপী বাংলাদেশ কনভেনশন। ঈদুল আজহার দিন সন্ধ্যায় কোরবানির পশুর মাংস দিয়ে ডিনার গ্রহণের মধ্য দিয়ে শুরু এ কনভেনশনে কিংবদন্তি কন্ঠযোদ্ধা আব্দুল জব্বারের প্রতি গভীর শ্রদ্ধাও প্রদর্শন করেন সহযোদ্ধা ও কন্ঠযোদ্ধারা।

কনভেনশনের মূলমঞ্চের সামনে এই শিল্পীর ছবি রেখে সকলে শ্রদ্ধাঞ্জলি প্রদর্শন করেন সদ্য প্রয়াত এই শিল্পীর প্রতি। এ সময় সম্প্রতি ইন্তেকাল করা কন্ঠযোদ্ধা মঞ্জুর আহমেদ ও লাকী আকন্দের প্রতিও শ্রদ্ধা জানানো হয়।

ফিতা কেটে ও বেলুন উড়িয়ে জ্যাকসন হাইটসে বেলোজিনো মিলনায়তনে এ কনভেনশনের উদ্বোধন করেন ঢাকা সিটির সাবেক ডেপুটি মেয়র ও বিএনপি নেতা এম এ সালাম। এ সময় তার পাশে ছিলেন কন্ঠযোদ্ধা ফকির আলমগীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও ডীন সিরাজুল ইসলাম, কন্ঠশিল্পী রিজিয়া পারভিন, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস আহমেদ, জাতীয় পার্টির সভাপতি মাহবুব আলী বুলু, বাংলাদেশ সোসাইটির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আহসান হাবীব।

কনভেনশনের উদ্যোক্তা ও কনভেনর আলমগীর খান আলম এ সময় স্বাগত বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বদ্ধপরিকর প্রবাসীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এই কনভেনশন। এজন্যেই এ কনভেনশনের স্লোগান হচ্ছে, ‘প্রবাসে শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য হোক আমাদের নতুন কিছু করার প্রত্যয়। ’ আলম উল্লেখ করেন, ‘বিষয়ভিত্তিক সেমিনার, ট্যালেন্ট শো, ফ্যাশন শো, কাব্য জলসা, দেশ ও প্রবাসের বিশিষ্ট শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এই কনভেনশনের মূল কর্মসূচি। এছাড়াও থাকবে বাঙালি খাদ্য আর পণ্যের মেলা। ’

উদ্বোধনী বক্তব্যে এম এ সালাম বলেন, ‘প্রবাসীরা হচ্ছেন বাংলাদেশের দূত। বাংলাদেশের স্বার্থে তারা দলমতের উর্দ্ধে উঠে কাজ করবেন-এটাই প্রত্যাশা। বাংলাদেশ কনভেনশনে তেমন চেতনার প্রতিফলন ঘটবে বলে আশা করছি। ’

উদ্বোধনী আলোচনার পরই ‘হৃদয়ে একাত্তর’ শীর্ষক সেমিনার হয় সেক্টর কমান্ডার্স ফোরাম, যুক্তরাষ্ট্র শাখার সহযোগিতায়। সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং সঞ্চালনা করেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও মুক্তিযোদ্ধা লাবলু আনসার। আলোচনা করেন প্রখ্যাত কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, কন্ঠযোদ্ধা ফকির আলমগীর, কন্ঠযোদ্ধা শহীদ হাসান, ফোরামের সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারী এবং মুক্তিযোদ্ধা এম এ আওয়াল। সকলেই রোহিঙ্গা ইস্যুতে গভীর উদ্বেগ প্রকাশ এবং বাংলাদেশকে থামিয়ে দিতে এটি নতুন কোন ষড়যন্ত্র কিনা-সে ব্যাপারে প্রবাসীদের সজাগ থাকার আহবান জানানো হয়।

এটি হচ্ছে দ্বিতীয় কনভেনশন এবং প্রতি বছরই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের শুক্র, শনি ও রবিবার অনুষ্ঠিত হচ্ছে। সে কারণেই ঈদের দিন সত্বেও সম্মেলন চালু রাখা হয়েছে। এর মিডিয়া পার্টনার হচ্ছে চ্যানেল আই এবং ঠিকানা পত্রিকা। প্রবেশ মূল্যহীন এই কনভেনশনের বিভিন্ন পর্বে সঙ্গীত পরিবেশন করবেন কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, ফকির আলমগীর এবং শহীদ হাসান, প্রখ্যাত কন্ঠশিল্পী রিজিয়া পারভিন, সেলিম চৌধুরী, মুক্তা সারওয়ার, বিউটি দাস, শাহ মাহবুব, সাইরা রেজা, শাহরিন সুলতানা, জাকারিয়া মহিউদ্দিন, মীরা সিনহা প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৩, ২০১৭ ৬:৪৪ অপরাহ্ণ