১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৭

অনলাইনে দেখুন ‘শেষ কথা’

নিজস্ব প্রতিবেদক:

নামে সিনেমা হলেও বড়পর্দায় প্রদর্শিত হয়নি সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের ‘শেষ কথা’। ঈদুল আজহায় চ্যানেল আই-এ বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে দর্শক দেখেছিলেন ছবিটি। আবার সেই দিনই প্রকাশ হলো অনলাইনে। চ্যানেল আই-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শনিবার প্রকাশ হয় ‘শেষ কথা’। ইতোমধ্যে দেখেছেন কয়েক হাজার দর্শক। ‘শেষ কথা’য় অভিনয় করেছেন সমদর্শী দত্ত, আইরিন সুলতানা, মামুনুর রশিদ, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ। এদিকে বড়পর্দার বদলে টিভিতে সিনেমা মুক্তি নিয়ে সমালোচনা রয়েছে বেশ। এ নিয়ে কয়েকদিন আগে ডায়মন্ড জানান, বর্তমানে কয়েকটি বাদে সারাদেশেই মানসম্মত সিনেমা হলের অভাব। তাই সুস্থ সুন্দর সামাজিক গল্পের ছবি পরিবার নিয়ে হলে বসে দেখা প্রায় অসম্ভব।

তিনি বলেন, “এমন কী সাউন্ড, প্রজেকশন সবকিছুই বিরক্তিকর। ফলে সুস্থ গল্পের ছবি দেখতে না পাওয়ার আক্ষেপও দর্শকের থেকে যায়। এবং বিভিন্নভাবে হল রাজনীতির শিকার কিছু ছবির পরিণতিও তো সম্প্রতিক দেখলাম। তাই সিদ্ধান্ত নিয়েছি চ্যানেল আই-ই হোক ‘শেষ কথা’র ওয়াল্ড প্রিমিয়ার। অন্তত দর্শক দেখুক।”

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৩, ২০১৭ ৬:৩২ অপরাহ্ণ