২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:২০

ঈদে ভূড়িভোজের সাথে রাখুন দই সালাদ

লাইফ স্টাইল ডেস্ক:

স্বাস্থ্য ভালো রাখতে সালাদের জুড়ি নেই। নানান রকম ফল অথবা সবজি মিশিয়ে সালাদ বানানো হয় তাই সালাদের পুষ্টিগুণও থাকে অনেক। তাছাড়া যে কোনো খাবারের সাথে সালাদ খেতেও ভালো লাগে। কারণ খাবারের সাথে সালাদ খেলে এর স্বাদ বেড়ে যায় বহুগুনে। এমনই একটি সুস্বাদু ও পুষ্টিকর সালাদ হলো দই দিয়ে ফলের সালাদ। সালাদটি বানানো খুবই সহজ। আসুন জেনে নেয়া যাক দই দিয়ে ফলের সালাদ বানানোর রেসিপি।

উপকরণ :

– টক দই/মিষ্টি দই ২৫০ গ্রাম

– ফল ৫০০ গ্রাম (কলা, আপেল, আঙুর, কমলা, পেপে, আনার, কিসমিস ইত্যাদি)

– মধু দুই টেবিল চামচ

– গোল মরিচের গুঁড়ো (পরিমাণ মতো)

– লবণ পরিমাণ মতো

– জিরা গুঁড়ো ১/২ চা চামচ

– বাদাম (ইচ্ছা)

প্রস্তুত প্রণালি :

সব ফল ধুয়ে কিউব করে কেটে নিন।

এবার ফলের সাথে সব উপকরণ ভালো করে মাখিয়ে নিন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৩, ২০১৭ ১১:৫৩ পূর্বাহ্ণ