২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:০০

ভারতের সুপ্রিমকোর্টে রোহিঙ্গাদের আবেদন

আন্তর্জাতিক ডেস্ক:

দুই রোহিঙ্গা শরণার্থী রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ভারতীয় সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন। তারা শুক্রবার ভারতের সুপ্রিম কোর্টে এ বিষয়ে আবেদন করেছেন। তাতে তারা বলেছেন, ভারত সরকার তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু মিয়ানমারে তারা নির্যাতনের মুখোমুখি হতে পারে। সেখানে আন্তর্জাতিক কনভেনশনের অনেক চুক্তি লঙ্ঘিত হচ্ছে। সুপ্রিম কোর্ট তাদের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে। সোমবার এ বিষয়ে শুনানির দিনও ধার্য করা হয়েছে। মিডিয়ায় প্রকাশিত খবরে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এক খানবিলকার এবং ডি ওয়াই চন্দ্রচূড়ের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আবেদন গ্রহণ করেছেন। তাদের আইনজীবী প্রশান্ত ভূষণ ওই দুই রোহিঙ্গার পক্ষে আদালতে আবেদন করেন। ওদিকে এর আগে গত ১৮ই আগস্ট রোহিঙ্গাদের অনুপ্রবেশের বিষয়ে ভারত সরকারকে নোটিশ দিয়েছে ভারতের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। উল্লেখ্য, মিয়ানমার থেকে যেসব রোহিঙ্গা পালিয়ে ভারতে গিয়েছেন তারা বসবাস করছেন জম্মু, হায়দরাবাদ, উত্তর প্রদেশ, দিল্লি, রাজস্থান ও দিল্লির আশপাশের এলাকায়। গত ৯ই আগস্ট ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু পার্লামেন্টে বলেছেন, শরণার্থী বিষয়ক জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থায় নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১৪ হাজারেরও বেশি। তারা বসবাস করছে ভারতে। প্রায় ৪০ হাজার রোহিঙ্গা অবৈধভাবে অবস্থান করছে ভারতে। তাই অবৈধ সব বিদেশি নাগরিকদের সনাক্ত করে তাদেরকে ফেরত পাঠাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন রাজ্যকে টাস্ক ফোর্স গঠন করতে বলা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৩, ২০১৭ ১১:৫১ পূর্বাহ্ণ