২২শে জানুয়ারি, ২০২৫ ইং | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৩৫

টেইলর সুইফট শ্রোতাদের মাঝে ঝড় তুলছেন

বিনোদন ডেস্ক:

ইউটিউবে সকল রেকর্ড ভেঙে দিল টেইলর সুইফট এর নতুন মিউজিক ভিডিও `লুক হোয়াট ইউ মেড মি ডু’। ইতোমধ্যে গানটি গেয়ে রক শ্রোতাদের মাঝে ঝড় তুলে ফেলেছেন। স্টার ২ ডটকমের খবরে বলা হয়, `লুক হোয়াট ইউ মেড মি ডু’ গানটি ২৪ ঘন্টায় ভিউয়ার্স সংখ্যা অবিশ্বাস্য (৪৩.২ মিলিয়ন)।এই রেকর্ডটি আগে `গ্যাংনাম স্টাইল’ খ্যাত গায়ক পার্ক জ্যা স্যাং(সাই বাবার) দখলে ছিল। প্রথম ২৪ ঘণ্টায় তার জনপ্রিয় গান `জেন্টলম্যান’ এর ভিউয়ার্স সংখ্যা ছিল ৩৬ মিলিয়ন। এই গানটির মাধ্যমে মৃতপ্রায় টেইলর সুইফট’র পুনর্জন্ম হল। গানটির মাধ্যমে তিনি আবার পপ গানের শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিলেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৩, ২০১৭ ১১:০১ পূর্বাহ্ণ