দৈনিক দেশজনতা ডেস্ক:
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মধ্যপ্রাচ্যের সঙ্গে তাল মিলিয়ে মালয়েশিয়াতেও পালিত হয়েছে ঈদুল আজহা। দেশটিতে সবচেয়ে বড় ঈদ জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় মসজিদ নেগারায়। কুয়ালালামপুরের অদূরের কাজাংয়ের বুকিত আংকাট বাংলা মসজিদে ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। এতে ইমামতি করেন হাফেজ খবির আহমেদ। এখানে নামাজ আদায় করেন তিন সহস্রাধিক প্রবাসী বাংলাদেশি। পরে বাংলাদেশিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। আত্মীয়-স্বজনহীন প্রবাসে কিছু সময়ের জন্য হলেও স্থানটি হয়ে উঠে একটি ছোট বাংলাদেশ। সামর্থ্যবান প্রবাসীরা পশু জবাই করে কোরবানি দেন। ঈদ উদযাপনে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন, বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতারা প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানান। বুকিত আংকাট বাংলা মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল বলেন, এই এলাকাটি শ্রমিক অধ্যুষিত এলাকা। এখানে কাজ করছে প্রায় ২০ হাজার বাংলাদেশি শ্রমিক। যাদের বেশির ভাগই মুসলমান হওয়ায় কয়েক বছর আগে আমরা এখানে একটি মসজিদ তৈরির উদ্যোগ নেই। ঈদের নামাজে এখানে সমবেত হয় কয়েক হাজার বাংলাদেশি। বাকিরা ঈদ উপলক্ষে দেশে চলে যায়। তাছাড়া শ্রমিকদের দানেই পরিচালিত হয় এই মসজিদটি। এ সময় আরও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সহসভাপতি আজিজুর রহমান, আরিফ, সাধারণ সম্পাদক সেলিম রেজাসহ বহু বাংলাদেশি। এছাড়াও টিটিওয়াংসা বাংলা মসজিদ, সুবাংজায়া বাংলা মসজিদ, সুঙ্গাই বুলুহ, পুচং, মেরু, ক্লাং, জোহর বারু, পেনাং, মালাক্কাতেও ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
দৈনিক দেশজনতা/এন এইচ