২০শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১:২৩

নেত্রকোণায় অজ্ঞান পার্টির কবলে চারজন

নিজস্ব প্রতিবেদক:

নেত্রকোণায় অজ্ঞান পার্টির কবলে পড়া চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে নেত্রকোণা বড় রেল স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস থেকে তাদেরকে উদ্ধার করা হয়। তাদের সবার বয়স ২২ থেকে ২৮ বছরের মধ্যে।

উদ্ধাররা অজ্ঞান অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

নেত্রকোণা মডেল থানার পরিদর্শক আমীর তৈমুর ইলী স্থানীয়দের বরাত দিয়ে  জানান,  ট্রেনের ভিতরে অজ্ঞান পার্টির সদস্যরা চারজনকে অজ্ঞান করে। এসময় তাদের সাথে থাকা টাকা-পয়সাসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। পরে অন্য যাত্রীরা তাদেরকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এখনো তাদের জ্ঞান ফেরেনি। তবে চিকিৎসকেরা তাদের চিকিৎসা দিচ্ছেন বলে জানান পরিদর্শক।  তিনি জানান, এ ব্যাপরে আইনগত ব্যবস্থা নেবে রেল পুলিশ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৩১, ২০১৭ ৩:৪৭ অপরাহ্ণ