২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:০৩

লক্ষ্য অর্জন হয়নি, সদস্য সংগ্রহ কার্যক্রমের মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক:

দুই মাসের দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতে লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। তাই সদস্য সংগ্রহ অভিযানের সময় এক মাস বাড়িয়েছে বিএনপি। বৃহস্পতিবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য কিছু সমস্যা থাকায় নতুন সদস্য সংগ্রহ অভিযানে আমরা আমাদের চূড়ান্ত টার্গেটে পৌঁছাতে পারিনি। ইতিমধ্যে লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি আমরা অর্জন করেছি। এজন্য বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে, এই কর্মসূচি আরো এক মাস অর্থাৎ আগামী ১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হল।’

গত ১ জুলাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের সদস্য সংগ্রহের দুই মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। ১ সেপ্টেম্বর শুক্রবার এ কর্মসূচি শেষ হচ্ছে। এর একদিন আগেই সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে বিএনপি।

এবারের এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রার কথা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জানিয়েছিলেন খালেদা জিয়া। বিএনপির সূত্রে জানা যায়, এথন পর্যন্ত প্রায় ৬০ লাখ ফরম বিক্রি হয়েছে। প্রতিটি ফরমের দাম রাখা হয়েছে ১০ টাকা। সেই হিসেবে ৬ কোটি টাকা বিএনপির তহবিলে জমা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৩১, ২০১৭ ৩:৫১ অপরাহ্ণ