২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৪১

বগুড়ায় মা-মেয়ে হত্যায় আটক ৩

বগুড়া প্রতিনিধি:  

বগুড়া সদরের নামুজা ভান্ডারীপাড়া গ্রামে গৃহবধূ কাপিয়া আকতার (৩৩) ও তার সাত বছরের শিশুকন্যা আয়েশা খাতুন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৩ জনকে আটক করেছে। এ ঘটনায় বুধবার রাতে বগুড়া সদর থানায় নিহত গৃহবধূর স্বামী গোলাম মোস্তফা বাদী হয়ে ৫/৭ জন অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেনে। আটকেরা হলেন- সদর উপজেলার নামুজা ভান্ডারীপাড়ার মৃত আফসার আলীর ছেলে জয়নাল আবেদীন (৩০), একই গ্রামের ইসাহাক আলীর ছেলে মো. লিটন (২০) ও নামুজা ঠাকুরপাড়া গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে উজ্জ্বল হোসেন (২২)।

ওই এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, থানা পুলিশ বুধবার রাতে ৩ জনকে আটক করে নিয়ে গেছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানান, মা-মেয়ে হত্যাকাণ্ডে রাতে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী ঢাকায় থাকায় এবং মৃতদেহ দাফন করার কারণে মামলা করতে বিলম্ব হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তিনজনকে আটকের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, যে ৩ জনকে আটক করার কথা শোনা যাচ্ছে তাদের পরিবারকে থানায় আসতে বলেন। হত্যার আগে গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে কী না সে সম্পর্কে ফরেনসিক বিভাগের কাছে জানতে চাওয়া হয়েছে।

বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার (মিড়িয়া-সদর) সনাতন চক্রবর্তী জানান, মা-মেয়ে হত্যাকাণ্ডে কাউকে গ্রেফতার বা আটক করেনি। যদিও কাউকে আটক করে থাকে, হয়তো অন্য কোনো ঘটনায় তাদেরকে আটক করা হয়েছে। উল্লেখ্য, অজ্ঞাত দুর্বৃত্তরা বগুড়া সদর উপজেলার নামুজা ভাণ্ডারপাড়া গ্রামে গত মঙ্গলবার বিকেলে গৃহবধূ ও তার শিশু কন্যাকে হত্যা করে পালিয়ে যায়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ৩১, ২০১৭ ২:৫৩ অপরাহ্ণ