নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার পাটকেলঘাটা থানা ছাত্র শিবিরের সভাপতি হাদিউজ্জামান মোড়লকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। তালা উপজেলার পাটকেলঘাটা থানার বলফিল্ড এলাকা থেকে বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করা হয়। হাদিউজ্জামান মোড়ল খলিশখালী ইউনিয়নের চোমরখালী গ্রামের লিয়াকত আলী মোড়লের ছেলে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা জাকির হোসেন জানান, সভাপতি হাদিউজ্জামানের নামে একাধিক নাশকতার মামলা রয়েছে। ঈদে তিনি বাড়ি আসছেন এমন সংবাদের ভিত্তিতে পাটকেলঘাটা থানার বলফিল্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। হাদিউজ্জামান মোড়লকে পাটকেলঘাটা থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

