১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৬

মুম্বাইয়ে ছয়তলা ভবন ধসে নিহত ১০

 

আন্তর্জাতিক ডেস্ক:

মু্ম্বাইয়ের বাইকুলা এলাকার একটি ছয়তলা ভবন ধসে গেলে অন্তত ১০ জন নিহত হবার খবর দেশটির গণমাধ্যম দিয়েছে। এখনো ২০ জনের মতো লোক ওই ভবনে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানায় ভারতের এনডিটিভি। ছয় তলা ভবনটি ভারতের শিল্পনগরী মুম্বাইয়ের বাইকুলারের ভেন্ডি বাজার এলাকায় অবস্থিত। ভবনটি ১০০ বছরের পুরনো। মুম্বাই ফায়ার ব্রিগেডের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধারকাজ চালাচ্ছে। সেখানে কাজ করে যাচ্ছেন অন্তত ৯০ জন ব্যক্তি। একটি ডগ স্কোয়াডকেও কাজে লাগানো হয়েছে। মুম্বাই ফায়ার ব্রিগেড ভবন ধসের ঘটনাটিকে তৃতীয় মাত্রার দুর্ঘটনা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন হতাহতকে আশপাশের হাসপাতালে পাঠানো হয়েছে। হঠাত্ করে ভবনটি ধসে গেলো কেন সেটা সুস্পষ্ট জানা যায়নি। গত মঙ্গলবার মুম্বাইয়ে বার বছরের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয়। সাম্প্রতিক এই ভারী বর্ষণ এর পেছনে কাজ করেছে কিনা সেটা এখনো স্পষ্ট নয় বলে জানায় ইন্ডিয়ান এক্সপ্রেস।

দৈনিক দেশজনতা/আই সি

প্রকাশ :আগস্ট ৩১, ২০১৭ ২:৩৪ অপরাহ্ণ