১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০২

রিয়াল আরও ৩-৪ মৌসুম রাজত্ব করবে

স্পোর্টস ডেস্ক:

রিয়াল মাদ্রিদ গত চার মৌসুমের মধ্যে তিন বারই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে। টানা দুবার চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের প্রথম দল হিসেবে জিতেছে। টানা দুটি উয়েফা সুপার কাপের শিরোপাও জিনেদিন জিদানের দল জিতেছে। গত বছর বিশ্ব ক্লাব বিশ্বকাপ শিরোপা, লিগ এবং স্প্যানিশ সুপার কাপের শিরোপাও জিতে জিদানের রিয়াল উড়ছে। শিরোপা সাফল্যের এই ধারাবাহিকতায় রিয়াল সমর্থক স্যার অ্যালেক্স ফার্গুসন আরও বড় এক সুখবরই শোনালেন। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই কোচ বললেন, রিয়াল অন্তত আরও তিন-চার মৌসুম বিশ্ব ক্লাব ফুটবলে রাজত্ব করবে। ফার্গুসন ক্যারিয়ারে দীর্ঘ ৩৯ বছর কোচিং করিয়েছেন। এক ম্যানচেস্টার ইউনাইটেডেরই কোচ ছিলেন ২৭ বছর। দীর্ঘ এই কোচিং ক্যারিয়ারে ৭৫ বছর বয়সী এই স্কটিশ কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অন্য উচ্চতায় আর জায়গা করে নিয়েছেন সর্বকালের সেরা কোচদের তালিকায়। সেই কিংবদন্তি ফার্গুসন আন্দাজে ঢিল ছোঁড়ার পাত্র নন। ফুটবল নিয়ে তার একটা মন্তব্যের মূল্য অনেক এ সাথে দলের সামর্থ, শক্তিমত্তার গভীরতা, সাফল্য ক্ষুধা, আগ্রাস-সবকিছু দেখেই জিদানের রিয়ালকে এই সার্টিফিকেট দিলেন ফার্গি। বেলেছেন রিয়াল মাদ্রিদের বর্তমান দলটির যে গভীরতা এবং মাঠে যে আগ্রাস, তাতে অনায়াসেই তারা আরও ৩-৪ বছর বিশ্বকে শাসন করবে তারা। ফার্গির মতে, জিদানের বর্তমান দলটি বিশ্বের অন্য ক্লাবগুলোর জন্য সত্যিকার অর্থেই এখন ভয়ের কারণ। ফার্গুসন উয়েফার কোচদের ‘শুভেচ্ছা দূত’ নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার তাই নিয়নে ইউরোপের শীর্ষ কোচদের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ফার্গি। ওই অনুষ্ঠানেই ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ বলেছেন, ‘অন্য ক্লাবগুলোর জন্য চ্যাম্পিয়ন্স লিগ জেতাটাকে রিয়াল মাদ্রিদ কঠিন বানিয়ে ফেলেছে। যদি তারা দলীয় এই ঐক্যটা ধরে রাখতে পারে, আগামী ৩-৪ মৌসুমও শাসন করবে।

দৈনিক দেশজনতা/আই সি

 

 

প্রকাশ :আগস্ট ৩১, ২০১৭ ২:২৮ অপরাহ্ণ