১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৭

ভারি বৃষ্টি হলেও জাতীয় ঈদগাহে নামাজ পড়া হবে

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ঈদুল আজহায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন নিশ্চিত করেছেন ঈদের জামাতের আগে বা নামাজের সময় ১২৫ মিলিমিটার বৃষ্টি হলেও নামাজে কোনো সমস্যা হবে না। জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে বৃহস্পতিবার দুপুরে মেয়র বলেন, ‘ঈদের দিন সকালে যদি ঝড় হয় তাহলে সকাল ৮টা ৩০ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।’ তিনি জানান, প্রায় এক লাখ মুসল্লি একসঙ্গে জাতীয় ঈদগাহে প্রধান জামাত আদায় করতে পারবেন। এ ময়দানে ৫ হাজার নারী মুসল্লিদের ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ১৪০টি অজুখানার ব্যবস্থা রাখা হবে।

দৈনিক দেশজনতা/আই সি

 

প্রকাশ :আগস্ট ৩১, ২০১৭ ২:১৯ অপরাহ্ণ