১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১১

উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র হুমকিতে ব্রিটেনের সঙ্গে জাপান

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর কোরিয়ার কাছ থেকে ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র হুমকির পরিপ্রেক্ষিতে জাপান ব্রিটেনের সঙ্গে মিত্রতার বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। বর্তমানে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে জাপান সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সাথে বেশ কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করেছেন। রয়টার্সের খবরে জানা যায়, একটি বিশেষ হেলিকপ্টারে করে জাপানের ইয়োকোসুকা নৌ ঘাঁটি পরিদর্শনে গিয়ে থেরেসা মে বলেন, ‘আমার আজকের সফরটি প্রতিরক্ষা বিষয়ে আমাদের মধ্যেকার ক্রমবর্ধমান সহযোগিতা ও অংশীদারিত্বের প্রতীক।’ উল্লেখ্য এই নৌঘাঁটির কাছাকাছিই মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর দ্য ইউএসএস রোনাল্ড রিগ্যান অবস্থান করছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে নিরাপত্তা সহযোগিতার ব্যাপারে একটি যৌথ ঘোষণা দিতে সম্মত হয়েছেন। সহযোগিতা চুক্তির আওতায় ব্রিটিশ সেনারা জাপানি ভূখণ্ডে সামরিক প্রশিক্ষণ চালাতে পারবে। ২০২০ সালে জাপানে আগামী অলিম্পিক আয়োজন হতে যাচ্ছে। সেখানে সম্ভাব্য সাইবার ও সন্ত্রাসী হামলা ঠেকানোর জন্যও একসাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে জাপান ও ব্রিটেন। উত্তর কোরিয়ার উপরে নতুন করে আর কোনো অবরোধ আরোপ করা যায় কিনা এ নিয়েও দুই দেশের নেতারা আলাপ করেছেন।

বুধবার জাপানে পৌছে থেরেসা মে চীনের প্রতি আহ্বান জানান যেন দেশটি উত্তর কোরিয়ার উপর চাপ প্রয়োগ করে। গত মঙ্গলবার জাপানের হুক্কাইদু দ্বীপের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালে বিশ্বব্যাপী উত্তর কোরিয়ার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে।

দৈনিক দেশজনতা/আই সি

প্রকাশ :আগস্ট ৩১, ২০১৭ ২:৪০ অপরাহ্ণ