২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:১২

ঈদগাহে চার স্তরের নিরাপত্তা : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক:

ঈদ জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সমস্ত ময়দান সিসি টিভির আওতায় আনা হয়েছে বলেও জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া।

জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ সব কথা জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, ‘র‌্যাব, পুলিশ ও স্পেশাল ব্রাঞ্চের সদস্যরা সমন্বিতভাবে ঈদের আগের দিন রাতে ঈদগাহ মাঠের নিরাপত্তার দায়িত্ব নেবে। এবং ময়দান সুইপিং করা হবে।’ মুসল্লিদের ব্যাগ, দিয়াশলাই ইত্যাদি নিয়ে ঈদগাহে না আসার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘জায়নামাজ ও ছাতা নিয়ে আসা যাবে।’

ঈদ জামাতকে কেন্দ্র করে কোনো ধরনের হুমকি নেই উল্লেখ করে ডিএমপি কমিশনার আরো বলেন, ‘১৫ আগস্টের ঘটনা মনে রেখে আমরা সজাগ আছি। এ ছাড়া পুলিশের অনেক সদস্যের ছুটি বাতিল করা হয়েছে জনগণের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৩১, ২০১৭ ১:২৯ অপরাহ্ণ