নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের ভূঞাপুর থেকে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ভূঁইয়া। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের জানান, বুধবার রাতে টাঙ্গাইলের ভূঞাপুর এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। দুপুর ১টায় রাজধানীর কারওরান বাজারে রবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

