১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৫

কুষ্টিয়ায় সরকারি চাল পাচারকালে ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়ায় পুলিশ অভিযান চালিয়ে এক ট্রাক সরকারী চাল আটক করেছে। বুধবার সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া বাজার এলাকা থেকে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ ’ লেখা এসব চাল জব্দ করা হয়। এ সময় পুলিশ ওই ট্রাকের চালককে আটক করেছে। তবে চাল ব্যবসায়ী কালাম হোসেন পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৫০০ বস্তা চাল স্থানীয় চাল ব্যবসায়ী আবুল কালাম বিত্তিপাড়া বাজারের একটি গুদামে আনলোড করছিলেন। এ সময় স্থানীয়দের দেয়া সংবাদে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকভর্তি চাল জব্দ করে। তবে চালের মালিক বলে দাবিদার স্থানীয় চাল ব্যবসায়ী কালাম হোসেন পলাতক রয়েছেন। তাৎক্ষণিকভাবে চালের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালভর্তি ট্রাক ও ট্রাকের চালককে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। ৩০ কেজির এই বস্তায় লেখা রয়েছে, শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৩১, ২০১৭ ১০:০৫ পূর্বাহ্ণ