১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫৫

ঝালকাঠির ভূতুরে বিলে দিশেহারা গ্রাহকরা পল্লী বিদ্যুতে অনিয়ম

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠির রাজাপুরে পল্লী বিদ্যুতের ভূতুরে বিলে দিশেহারা হয়ে পড়েছেন গ্রাহকরা। এসব বিভিন্ন সমস্যার সমাধান ও অভিযোগ করতে গিয়ে রাজাপুর পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও কর্মচারিদের তোপের মুখে পড়তে হয় গ্রাহকদের। এদের অসৌজন্য ও হুমকিমূলক আচরণে গ্রাহকরা নিরুপায় হয়ে পড়েছেন। উপজেলার পালট গ্রামের মৃত আজহার আলীর ছেলে ইউসুফ মাঝি (৮০) রাজাপুর সাংবাদিক ক্লাবে অভিযোগ করে জানান, বিগত দিনে পল্লী বিদ্যুত মাসে ৪-৫ শত করে মাসিক বিদ্যুত বিল আসে, যাহা তিনি নিয়মিত পরিশোধ করে আসছে। কিন্তু বর্তমান আগস্ট’১৭ ইং মাসে পূর্ব ইউনিট ৩২১৫ ও বর্তমান ইউনিট ৩২১৫ দেখিয়ে এবং ব্যবহৃত ৫৪৫ ইউনিট দেখিয়ে পল্লী বিদ্যুতের বিল প্রস্তুতকারী লিপিকা ৫ হাজার ৬শ’ ৫৫ টাকার মনগড়া বিল তৈরি করে দেয়। এমতাবস্থায় পূর্ববর্তী ও বর্তমান ইউনিট ৩২১৫ হলে ব্যবহৃত ইউনিট শূণ্য হওয়ার কথা, কেন এতো বিল হল জানতে এ বিষয় উপজেলা পল্লী বিদ্যুতের বিল প্রস্তুতকারী লিপিকার কাছে গেলে যুক্তিসংগত কোন কারণ না দেখিয়ে উল্টা তিনি গ্রাহকের ওপর চড়াও হয়ে অসৌজন্যমূলক আচরণ করে তাকে তাড়িয়ে দেয়।

একই ভাবে উপজেলার অধিকাংশ গ্রাহকের বিলই এভাবে কয়েকগুণ বেশি উল্লেখ করে বিল করায় দিশেহারা হয়ে পড়েছেন গ্রাহকরা। তারা উর্ধ্বতন কর্তৃপক্ষসহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে উপজেলা জুনিয়র প্রকৌশলী মতিউর রহমান জানান, কি কারণে এমন বিল হয়েছে তা বিল প্রস্তুতকারী লিপিকাই জানেন। তিনি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে (জিএমকে) অবহিত করার পরামর্শ দেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৩১, ২০১৭ ১০:০০ পূর্বাহ্ণ