নিজস্ব প্রতিবেদক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ২৫৩ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।
বুধবার দিবাগত রাতে এ সব সিগারেট জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।
তিনি বলেন, চার নম্বর ব্যাগেজ বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় সিগারেটগুলো উদ্ধার করে। জব্দ করা সিগারেটগুলো ৩০৩ ব্র্যান্ডের। শুল্ক করসহ জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

