নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়ার মিরপুরে তামাক চাষের পরিবর্তে খাদ্যশস্য চাষে কৃষকদের এক উদ্বুদ্ধকরণ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন দিশা ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ উদ্বুদ্ধকরণ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। উদ্বুদ্ধকরণ সভায় দিশা’র পরিচালক (ঋণ) ফিরোজ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ। এসময় তিনি বলেন, আমাদের এই অঞ্চলের মাটি বিভিন্ন খাদ্যশস্য উৎপাদনের জন্য উপযোগি। আমরা প্রকৃতির শত্রু, মানুষের শত্রু এই তামাক পরিহার করে বিভিন্ন খাদ্যশস্য উৎপাদন করবো। তিনি আরো বলেন, আমারা তামাকের পরিবর্তে মসুর ও ভূট্টা চাষ করবো। এতে আমাদের পরিবেশের যেমন ক্ষতি হবে না তেমনি মাটির গুনাগুনও বজায় থাকবে। তিনি আরো বলেন, তামাক চাষের বিকল্প ফসল উৎপাদনে সার্বিক সহযোগীতা প্রদান করবে উপজেলা কৃষি অফিস।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম হোসেন, মাহিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উক্ত এলাকার প্রায় শতাধিক কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন।
দৈনিক দেশজনতা/এন এইচ