২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৭

কালীগঞ্জে ৪০ শতক জমির শিম ক্ষেত বিনষ্ট

ঝিনাইদহ প্রতিনিধি:  

ঝিনাইদহের কালীগঞ্জে সিমলা রোকনপুর ইউনিয়নের তিল্লা গ্রামে এক কৃষকের ৪০ শতক জমির ধরন্ত শিম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মনোরঞ্জন মণ্ডল মনো নামের ওই কৃষকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের জমি পরিদর্শন করেছেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। ক্ষতিগ্রস্ত কৃষক মনোরঞ্জন মণ্ডল জানান, তিল্লা মাঠে তিনি প্রায় ৪০ শতক জমিতে শিম চাষ করেছেন। ইতিমধ্যে শিম গাছে প্রচুর ফুল ও ফল আসতে শুরু করেছে। কে বা কারা মঙ্গলবার রাতে তার শিম গাছের গোড়া কেটে দিয়েছে। ইতিমধ্যে ওই জমিতে লিজ নিয়ে প্রায় ৩৫ হাজার টাকা খরচ করেছেন। শিম উঠলে প্রায় লক্ষাধিক টাকার শিম বিক্রি করতে পারতে।  খবর পেয়ে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ক্ষতিগ্রস্ত ক্ষেত পরিদর্শন করেছেন। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ৩০, ২০১৭ ৬:৩৪ অপরাহ্ণ