২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৫২

রাষ্ট্রক্ষমতা জবর দখলকারীরাই কল্যাণ পার্টির মহাসচিবকে গুম করেছে: বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘দলীয় কার্যালয় থেকে বেরিয়ে তাঁর আর বাড়ি ফেরা হলো না। ওত পেতে থাকা গুপ্তবাহিনী তাঁকে কোথায় উঠিয়ে নিয়ে গেছে তা কেউ জানে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি-রাষ্ট্রক্ষমতা জবর দখলকারীরাই কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে গুম করেছে।’

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এসব কথা বলেন খালেদা জিয়া।

বিবৃতিতে বলা হয়, গত ২৭ আগস্ট রাতে নয়াপল্টন এলাকা থেকে সাভারের দিকে আমিনবাজারের নিজ বাসভবনে যাওয়ার পথে বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘ক্ষমতাসীন হওয়ার পর থেকেই দেশকে গুম, খুন, অপহরণ ও গুপ্তহত্যা রাজ্যে পরিণত করেছে বর্তমান গণবিরোধী সরকার। অন্ধ, বন্ধ্যা দুঃশাসনের অচলায়তনে দেশকে বন্দি করে রেখেছে তারা। এরা বছরের পর বছর ধরে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে বিচারবহির্ভূত হত্যার শিকারে পরিণত করে গুমের হিড়িক বজায় রেখেছে। অবৈধভাবে ক্ষমতায় থাকার উচ্চাভিলাষ চরিতার্থ করতেই এরা দেশকে বিরোধী দলশূন্য করার মহাযজ্ঞে মেতে উঠেছে। সারাদেশে লুটপাটের কর্মসূচি শেষ না করা পর্যন্ত ক্ষমতাসীনরা গুম-খুনের নারকীয় উল্লাসে মেতে থাকবে। বাংলাদেশে চলছে এখন অন্তহীন শোক মিছিল।’

বেগম খালেদা জিয়া বলেন, ‘বর্তমান সরকারের মানবাধিকার লঙ্ঘনের অমানবিক ঘটনা দেশে-বিদেশে এখন সর্বত্র জোরালোভাবে উচ্চারিত হচ্ছে। দেশ-বিদেশের মানবাধিকার কর্মীরা বাংলাদেশ সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের চিত্রটি সুস্পষ্টভাবে তুলে ধরছে। অথচ এই সমস্ত অভিযোগকে থোড়াই কেয়ার করছে সরকার। অত্যাচারী সরকার দুঃশাসনের অভিঘাত সৃষ্টি করে একটা একদলীয় সামাজিক, রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে মরিয়া হয়ে উঠেছে। আর এই কারণেই তারা রাষ্ট্রের স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করে যাচ্ছে। এই আক্রমণে নির্বাচন এবং জনগণের ভোটাধিকারকে হরণ করে গণতন্ত্রের মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছিল, এখন মৃত্যু নিশ্চিত করা হচ্ছে। গত সাতদিনে বিএনপি নেতা সৈয়দ সাদাত হোসেন, ব্যাংকার, ব্যবসায়ী এবং সবশেষে বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব গুম হওয়ার ঘটনা বাংলাদেশের নাগরিকদের উদ্বিগ্ন করে তুলেছে। এসবগুমের ঘটনায় সারা জাতি এখন দুশ্চিন্তাগ্রস্ত।’

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :আগস্ট ৩০, ২০১৭ ৮:২৮ অপরাহ্ণ