১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৩

নাফ নদীতে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি : ৪ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

টেকনাফের নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনায় চারজনের লাশ উদ্ধার হয়েছে। ৩০ আগষ্ট বুধবার সকালে নাফ নদীর শাহপরীর দ্বীপ পয়েন্ট থেকে লাশ ৪টি উদ্ধার করা হয়।
টেকনাফে সাবরাং ইউনিয়নের ৭নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিন জানান, মঙ্গলবার গভীর রাতে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা বোঝাই একটি নৌকা নাফ নদীতে ডুবে যায়। এমন ঘটনার পর স্থানীয়রা নৌকাটি খোঁজাখুজি করে। বুধবার সকাল ৭ টার দিকে স্থানীয়রা শাহপরীর দ্বীপের মাঝের পাড়া নাফ নদীতে লাশ ভাসতে দেখে। পরে পুলিশ ও বিজিবি এসে ৪ জনের লাশ উদ্ধার করে। নৌকাসহ আরো অনেক রোহিঙ্গা নিখোঁজ রয়েছে।

এদিকে টেকনাফের শাহপরীরদ্বীপ সীমান্তে মিয়ানমারে ফেরতের অপেক্ষায় রয়েছে ৩১৫ রোহিঙ্গা মুসলিম। যারা কিনা বুধবার ভোর নৌকা যোগে বাংলাদেশের লোকালয়ে আশ্রয় নেওয়ার জন্য সীমান্তের নাফ নদী অতিক্রম করছিলো। তবে লোকালয়ে প্রবেশ করার আগেই বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের ধরে ফেলে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড় টার সময় শাহপরীর দ্বীপ ঘোলাপাড়া পয়েন্ট দিয়ে ৩৫ জন রোহিঙ্গা এবং জালিয়াপাড়া পয়েন্ট দিয়ে ৪০ জন রোহিঙ্গা মুসলিমকে নাফ নদী দিয়ে নৌকা যোগে মিয়ানমারের দিকে ফেরত পাঠিয়েছে বিজিবি।

এ ছাড়া আটক করা হয় আরো ৩১৫ জন রোহিঙ্গা মুসলিমকে। এসব রোহিঙ্গাদের শুকনো খাবার ও পানি সরবরাহ করেছে স্থানীয়রা। সন্ধ্যায় এদেরকে স্বদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :আগস্ট ৩০, ২০১৭ ৬:৩৩ অপরাহ্ণ