১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:০৯

গণতন্ত্রের পক্ষে কথা বললেই গুম করা হচ্ছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যারা গণতন্ত্রের পক্ষে কথা বলছেন তাদেরকে স্তব্ধ করতেই গুম খুন করা হচ্ছে। তিনি বুধবার বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানও স্বীকার করেছেন গুম খুনের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। গত সাড়ে ৮ বছরে সরকার রাষ্ট্রযন্ত্রের সাহায্যে শত শত মা’কে করেছেন সন্তান হারা, বোন হারিয়েছে ভাইকে, স্ত্রী হয়েছে স্বামীহারা। তিনি অনুরোধ জানান যারা গুম হয়েছে তাদের পরিবারে কাছে ফিরিয়ে দিতে। ফখরুল বলেন, হুাম্মাম কাদের চৌধুরীকে ৭ মাস ধরে আটক রাখাটা ছিল সম্পূর্ণ অনৈতিক ও অস্বাভাবিক। একটা লোক গুম হয়ে গেলে সরকার বলতে পারবে না, তা হবে না। এটা সরকারের দায়িত্ব। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান প্রমুখ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ৩০, ২০১৭ ৬:৩২ অপরাহ্ণ