অনলাইন ডেস্ক:
মিয়ানমারে স্থানীয় মুসলিমদের সঙ্গে সংঘর্ষ বাধানো ও পরবর্তীতে সহিংসতা উস্কে দেয়ার অজুহাতে সাত বৌদ্ধধর্মাবলম্বীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তাদের আটক করেছে মায়ানমার পুলিশ।।
এর আগে, তাদের কয়েকজনকে ইয়াঙ্গুনের মিংগালার তুঙ্গ নান্ট শহরে রোহিঙ্গারা ‘অবৈধ’ বলে বিক্ষোভ ও প্রতিবাদ করতে দেখা যায়। এসময় তাদের সঙ্গে দেশটির সংখ্যালঘু মুসলিমদের সংঘর্ষ বেধে যায়। এতে একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মিয়ানমারে প্রায় ১০ লাখ রোহিঙ্গা মুসলিম অধিবাসীর বসবাস রয়েছে। তারপরও মিয়ানমারের সরকার তাদেরকে বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী হিসেবেই বর্ণনা করে। এমনকি দেশটির সাধারণ বার্মিজদের কাছেও নাগরিক অধিকার পাওয়ার ক্ষেত্রে তারা ব্যাপকভাবে বঞ্চিত হয়ে আসছে।
এম/এম