২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১০

আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও বিকাল ৫টায় মিশা-জায়েদের শপথ

অনলাইন ডেস্ক

চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল স্থগিত করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার সিনিয়র সহকারী জজ দ্বিতীয় আদালত এই স্থগিতাদেশ প্রদান করেন। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও আজ শুক্রবার বিকাল ৫টায় এফডিসিতে জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে নব নির্বাচিত কমিটির শপথ পাঠ হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর।

গত ৫ই মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন মিশা সওদাগর। তিনি মোট ২৫৯ ভোট পেয়েছেন। আর ওমর সানী পান ১৫৩ ভোট। পরে  ভোট পুনঃগণনার পর ওমর সানী ৯ ভোট বেশি পান। সাধারণ সম্পাদক পদে ২৭৯  ভোট  পেয়ে জয়ী হন জায়েদ খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অমিত হাসান। তিনি পেয়েছেন ১৪৫ ভোট ।

N/R

প্রকাশ :মে ১২, ২০১৭ ৫:২১ অপরাহ্ণ