২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:১৪

সড়কের পাশেই ময়লা-আবর্জনা: কর্তৃপক্ষ উদাসীন

নিজস্ব প্রতিবেদক:

ওয়াসা ও সিটি করপোরেশন ড্রেন ও সুয়ারেজ থেকে ময়লা-আবর্জনা তুলে সড়কের পাশেই রাখে। পরে এটি আর সরিয়ে নেওয়া হয় না। ফলে বৃষ্টির পানির সঙ্গে পুনরায় ময়লা-আবর্জনা ম্যানহোলে চলে যায়।

নগরবাসী বলছেন, ময়লা আবর্জনা পরিষ্কারের এই পদ্ধতিতে কোনোভাবেই তারা উপকৃত হচ্ছেন না। বরং জলাবদ্ধতা আগের মতোই থেকে যাচ্ছে। বরং এ কাজে সরকারের বিপুল পরিমাণ টাকা অপচয় হচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ঘুরে দেখা যায় , ওয়াসা ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ড্রেন ও সুয়ারেজ থেকে ময়লা তুলে এর পাশে সড়কের ওপরে রাখছে। কর্মীরা ময়লা যে জায়গায় রাখছে তা ড্রেন ও সুয়ারেজের খুব কাছাকছি। সামান্য বৃষ্টি হলে সহজেই এসব ময়লা-আবর্জনা আবার ম্যানহোলে চলে যাবে।

স্থানীয়রা বলছেন, ওয়াসা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ ব্যাপারে যেন একেবারেই উদাসীন।

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ. খান বলেন, ‘আসন্ন বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের জন্য ৩৬০ কিলোমিটার পাইপ লাইন আমরা পরিষ্কারর করছি। আমাদের এলাকায় কোনো ড্রেনে ময়লার কারণে জলবদ্ধতার সৃষ্টি হবে না।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মো. সাঈদ খোকন বলেন, বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের লক্ষ্যে সারফেস ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে। পরিষ্কারের পর তা দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। যারা ময়লা রাস্তায় ফেলে রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এলাকায় কোনো ড্রেনে ময়লার কারণে জলবদ্ধতার সৃষ্টি হবে না। ডিএসসিসির  জলাবদ্ধতা দূর করতে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

এম/এম

প্রকাশ :মে ১২, ২০১৭ ৫:৪৩ অপরাহ্ণ